জনতার
উদ্দেশ্যে আমার বিশেষ বিজ্ঞপ্তি
আসসালামুআলাইকুম , আমি অনেক সময়
লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় , বিভিন্ন মানুষ কোথাও আমাকে পরিচিত করাতে আমাদের অনেক
আত্নীয় স্বজন যারা বর্তমানে বড় ক্ষমতায় অধিষ্ঠিত তাদের পরিচয় টেনে আমাকে পরিচয় করানো
হয় , যারা এমনটি করেন তাদের আমি একাধিকবার বলেছি সেটি আমি মোটেই পছন্দ করিনা , কারণ
প্রথমত আমার নিজের পরিচয় ও আমার পিতা মাতার পরিচয়েই পরিচিত হতে চাই । কারণ কেউ কেউ
হয়ত আছেন ওনারা জাতীয় ভাবে আজ সম্মানিত হয়েছেন তাদের সামনতা আমরা দেখি কিন্তু পেছন
তা আমরা দেখি না , তাদের ব্যক্তিজীবন ব্যক্তিচরিত্র আমরা অনেকেই জানিনা । কিন্তু আমি
নিশ্চিত মনে বলতে পারি আমাদের অনেক রিলেটিভদের মধ্যে আমি আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা
, ভাষা সৈনিক ও জীবনভর আওয়ামীলীগের ত্যাগী নেতা মরহুম এ . আর . ইয়াকুত চৌধুরী ও আমার
আম্মা সৈয়দা রাশিদা খাতুন ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ , বিনয়ী , ধার্মিক , পরোপকারী , দেশপ্রেমী এবং সদাসয় আত্নীয় সস্বজন তথা
সকল মানুষের সুখে দু:খে অত্যন্ত আন্তরিক ও অনেক বড় মনের মানুষ ছিলেন উল্লেখীত এসকল গুণাবলীর কিঞ্চিৎ পরিমাণ ও বর্তমানে
ক্ষমতাপ্রাপ্ত আমাদের অনেক আত্নীয়স্বজনদের নেই , যা ও কিছু দেখানো হয় তা সত্যিকার দেশপ্রেম
থেকে নয় ৯০% লোক দেখানো এবং এটা আমি ব্যক্তিগত ভাবে ও তাদেরকে পরীক্ষা করেছি তাই নৈতিক ও আদর্শিক কারণে তাদের পরিচয় টেনে এনে
আমার পরিচয় দিলে আমি অপমান বোধ করি । আমি
ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ , আদর্শিক , নীতিবান এবং প্রকৃতই দেশ প্রেমিক এটির পরিচয়
কোন দিন আপনাদের দোয়ায় ও মহান আল্লাহ পাকের রহমতে যদি ক্ষমতার চেয়ায়ে বসার সৌভাগ্য
হয় ইনশাআলাহ সেদিন হযরত ওমর (রা:) এর রাজনৈতিক আদর্শকে অনুসরণ করেই রাজনীতি করব ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের
সার্থকতা নিয়ে আসব ।
কোন অনাদর্শিক মানুষ আমার রক্তীয়
সম্পর্কের হলে ও এবং তিনি অনেক উচুতলার হলে ও আমি তাকে নৈতিক ও আদর্শিক ভাবে আমার সমকক্ষ
তাকে মনে করিনা । ভিন্নদিকে একজন কৃষক অথবা দিন মজুর ব্যক্তি ও যদি সৎ , আদর্শিক তথা
সত্যিকার দেশপ্রেমিক হয় তাকে আমি সালাম জানাই হাজার বার ।
আমার সর্বশেষ ঘোষণা এদেশের সত্যিকার ভালো ও সৎ মানুষেরাই আমার
আত্নীয় ও আপনজন ।
ঠিক বলেছেন ভাই।
উত্তরমুছুন