শুভ নববর্ষ
ইমদাদ চৌধুরী
(০৫-০৪-২০০০ ইং)
(০৫-০৪-২০০০ ইং)
শুভ নববর্ষ ; তুমি
কখনো শান্ত, কখনো অশান্ত
কখনো তিমির রাত্রির ঘন অন্ধকার ।
কখনো বা রৌদ্রজ্জল আলো ।
শুভ নববর্ষ ; তুমি
কখনো বজ্রকন্ঠ ; আবার
কাল বৈশাখীর ভয়াবহ তান্ডব লীলা ।
কখনো কেয়ামত কখনো রক্ষা
কখনো ক্ষুধার্ত কখনো তৃষ্ণার্ত ।
শুভ নববর্ষ ; তুমি
কখনো সৃষ্টি , কখনো ধ্বংস
কখনো মায়াবী কখনো ললনা ।
কখনো হায়েনার দল
কখনো বা দারুণ স্বেচ্ছাসেবী ,
কখনো অতিরিক্ত ভোজনের দৃশ্য
কখনো বা পেটের ব্যারামে সবকিছু নি:স ।
কখনো নদীতে ভিন দেশী মাঝিরা
ভাটিয়ালী, ভাওয়াইয়্যা গানের সুর ধরে
ছুটে চলে নিশিতে ।
কখনো মারফতী গানের
টানে
মন যায় চলে উপর ওয়ালার ধারে ।
শুভ নববর্ষ ; তুমি
কখনো বাংলার মাঠে মাঠে ,
হাজারো মেলার লাখো বাহারের
জিনিসের সমাহার ।
ঘৌড় দৌর , হাডুডু , বলী খেলায়
লাখে লাখে প্রতিযোগির উচ্ছাসের কথা ।
কখনো শুভ নববর্ষ , তুমি
বৌদ্ধদের যুগল বাধনে
বহু কাঙ্খিত সময়ের ফল ।
শুভ নববর্ষ ; তুমি
কখনো চাষী , কামার , কুমারের
বহু শ্রম , সাধনা শেষে
সার্থক উপার্জনের দিন ।
কখনো বা এককালের জমিদারীর ,
সূর্য্য্াস্তের দিন ।
শুভ নববর্ষ ; তুমি
জাগরণ , উচ্ছাস , উম্মাদনা ,
তুমি কখনো
ইতিহাস , ঐতিহ্য , সংস্কৃতি ,
সাহিত্যিকের সাহিত্য ,
কবির কবিতা , যুগলের কোন
এক রোমাঞ্চকর ঘটনা ।
শুভ নববর্ষ ; তুমি
বড় বিচিত্র এ পৃথিবীতে
যুগে যুগে তোমার ধ্যানে
করিলে সময়েরে ব্যয়
তবু ও হইব ব্যর্থ
প্রকাশিতে তোমার
অকিঞ্চিৎকর রহস্যের দ্বার ।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন