0011

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
- জনতার উদ্দেশ্যে একটি বিশেষ বিজ্ঞপ্তি - আসসালামুআলাইকুম , - আমি অনেক সময় লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় , বিভিন্ন মানুষ কোথাও আমাকে পরিচিত করাতে আমাদের অনেক আত্নীয় স্বজন যারা বর্তমানে বড় ক্ষমতায় অধিষ্ঠিত তাদের পরিচয় টেনে আমাকে পরিচয় করানো হয় , যারা এমনটি করেন তাদের আমি একাধিকবার বলেছি সেটি আমি মোটেই পছন্দ করিনা , কারণ প্রথমত আমার নিজের পরিচয় ও আমার পিতা মাতার পরিচয়েই পরিচিত হতে চাই । কারণ কেউ কেউ হয়ত আছেন ওনারা জাতীয় ভাবে আজ সম্মানিত হয়েছেন তাদের সামনতা আমরা দেখি কিন্তু পেছন তা আমরা দেখি না , তাদের ব্যক্তিজীবন ব্যক্তিচরিত্র আমরা অনেকেই জানিনা । কিন্তু আমি নিশ্চিত মনে বলতে পারি আমাদের অনেক রিলেটিভদের মধ্যে আমি আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা , ভাষা সৈনিক ও জীবনভর আওয়ামীলীগের ত্যাগী নেতা মরহুম এ . আর . ইয়াকুত চৌধুরী ও আমার আম্মা সৈয়দা রাশিদা খাতুন ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ , বিনয়ী , ধার্মিক , পরোপকারী , দেশপ্রেমী এবং সদাসয় আত্নীয় সস্বজন তথা সকল মানুষের সুখে দু:খে অত্যন্ত আন্তরিক ও অনেক বড় মনের মানুষ ছিলেন উল্লেখীত এসকল গুণাবলীর কিঞ্চিৎ পরিমাণ ও বর্তমানে ক্ষমতাপ্রাপ্ত আমাদের অনেক আত্নীয়স্বজনদের নেই , যা ও কিছু দেখানো হয় তা সত্যিকার দেশপ্রেম থেকে নয় ৯০% লোক দেখানো এবং এটা আমি ব্যক্তিগত ভাবে ও তাদেরকে পরীক্ষা করেছি তাই নৈতিক ও আদর্শিক কারণে তাদের পরিচয় টেনে এনে আমার পরিচয় দিলে আমি অপমান বোধ করি । আমি ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ , আদর্শিক , নীতিবান এবং প্রকৃতই দেশ প্রেমিক এটির পরিচয় কোন দিন আপনাদের দোয়ায় ও মহান আল্লাহ পাকের রহমতে যদি ক্ষমতার চেয়ায়ে বসার সৌভাগ্য হয় ইনশাআলাহ সেদিন হযরত ওমর (রা:) এর রাজনৈতিক আদর্শকে অনুসরণ করেই রাজনীতি করব ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের সার্থকতা নিয়ে আসব । কোন অনাদর্শিক মানুষ আমার রক্তীয় সম্পর্কের হলে ও এবং তিনি অনেক উচুতলার হলে ও আমি তাকে নৈতিক ও আদর্শিক ভাবে আমার সমকক্ষ তাকে মনে করিনা । ভিন্নদিকে একজন কৃষক অথবা দিন মজুর ব্যক্তি ও যদি সৎ , আদর্শিক তথা সত্যিকার দেশপ্রেমিক হয় তাকে আমি সালাম জানাই হাজার বার । আমার সর্বশেষ ঘোষণা এদেশের সত্যিকার ভালো ও সৎ মানুষেরাই আমার আত্নীয় ও আপনজন । - ইমদাদ চৌধুরী -

111

--- IMDAD SOFTWARE --- is Your Trusted IT Partner.Your Website Development, Webpage Design, Blogsite, E-Commerce Site, CMS, Presentation, SEO, SEM, E-mail Marketing, Article Writing, Forum Posting, Traffic Increase, Logo Design, Graphics Banner Design, Flash Banner Design, Other Web Animation, Retouch Image, On Line News, Software Solutions for Online & Desktop Based, Business Software etc from - Mohammad Imdad Ul Bashir Chowdhury - Software & Web Developer - MCSA, MCITP, MCTS, MCP, IDB-BISEW-IT SCHOLARSHIP, PGD in CSE, Dip in Graphics Design, Dip in Computer Hardware, Dip in Accounting Software.Trained In :- Webpage Design & Web Applications Development , SEO, Multimedia, Outsourcing, A+, N+, RHCT, RHCE, CCNA, ICDL, Computer Fundamental Course, Basic and Trade Courses etc from respectively BCC, BASE Limited, NIIT, Ministry of ICT, NYDTC, Live Outsource Limited, Mera Foundation, Ministry of Spots & Youth , IVS etc. M.Com - Accounting, B.Com - Honours, LL.B from NU. Former - System Administrator of Dot Com Systems Limited - F. Haque Tower 9th Floor - Sonargaon Road (Near Anchor Tower)- Dhaka, Ex Sr. Executive - Scandinavia Software Limited - SHEBA Tower - 5th Floor Gulshan - 2, Dhaka. Ex IT Executive - Total Office Systems & Solutions Ltd. (TOSS) - Mohakhali - DOHS, Dhaka. At present - Chairman & CEO - Total Digital Management - TDM. Contact:- Imdad Chowdhury - Old Hospital Road - Habiganj. +88 01721 351589 E-mail:- imdadchowdhury@gmail.com ,www.imdadsoftware.blogspot.com or www.imdadchowdhury.blogspot.com ---



বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২

Md. Imdad Ul Bashir Chowdhury

Congratulations to our district Awamilegue’s leader who are newly elected district council that held in June 25, 2013. Most welcome to Ad. Mr. Md. Abu Jahir MP President, Ad. Mr. Abdul Mozid Khan MP Secretary, Joint Secretary respectively Ad. Mr. Abul Kasem Mullah Masum , Ad. Mr. Saleh Ahmed , Mortuza Hasan and Organizing Secretary respectively Zakir Hussain Chowdhury Osim, Moshiur Rahman Shamim and Mortuz Ali. In future I hope that Habiganj District Awamilegue will be more speedy and highly dignified by your cordial leadership. And also Dream of “Digital Bangladesh” of our Honorable Prime Minister Mass people’s Leader Shekh Hasina and her highly qualified son world famous IT Specialist Mr. Sajib Wajed Joy and Dream of “Sonar Bangla” of Bangabandhu Shekh Mujibur Rahman father of Nation of Bangladesh will be materialized in city to remote area of Habiganj District. Thanks to you --- Imdad Chowdhury --- Microsoft Certified Solutions Associate.--- ভাইয়েরা আমার - আসসালামু আলাইকুম – দল মত সবার উর্ধে আমাদের এই বাংলাদেশ। দেশ সবার বড় তাই আসুন দেশের বৃহত্তর স্বার্থে আমরা জ্বালাও পোড়াও, গাড়ি ভাংচুর সহ ধ্বংসাত্নক রাজনীতি পরিহার করি। বিন্দুমাত্র দেশপ্রেম যার আছে তিনি জ্বালাও পোড়াও, গাড়ি ভাংচুর সহ হিংসাত্নক রাজনীতি কখনো করতে পারেন না। বিশ্বনবী রাসুলে পাক (সাঃ) বলেছেন দেশের মমতাই ইমান। অতএব কোনো ইমানদার মানুষ কোনো অবস্হাতেই দেশের অথবা অপরো সম্পদের ক্ষতি সাধিত করতে পারেন না। আসুন দেশের সমষ্টিক অর্থনীতি রক্ষা করি – ইহা আমাদের ইমানি দায়িত্ব। আমি পারিবারিক ভাবে দীর্ঘ প্রায় ১৮ বৎসর যাবৎ আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত, কিন্তু দৃঢ় কন্ঠে বলতে পারি দীর্ঘ ১৮ বৎসরের রাজনীতিতে কোনদিন কোন জ্বালাও পোড়াও, গাড়ি ভাংচুর সহ ধ্বংসাত্নক কর্মের মাধ্যমে দেশ ও মানুষের সহায় সম্পদ বিন্ষ্ট করে হরতাল বা পিকেটিং করিনি। এমনকি জীবনে কখনো কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে বিন্দুমাত্র আহত করিনি। নিজে বারে বারে মানুষের দ্বারা আহত হয়েছি বিনিময়ে তাদের কল্যাণ কামনা করেছি ও সদুপদেশ দিয়েছি। একজন বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক এবং প্রবীণ আওয়ামীলীগ নেতার সন্তান হিসেবে আমি দেশ-প্রেমকেই মূখ্য ভাবে দেখেছি এবং ভবিষ্যতে ও দেখে যাব। তাই আজ প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে যত প্রতিকূলতাই আসুক না কেন আমার / আমাদের প্রতিবাদ হবে শান্তিপ্রিয় ভাবে। আমার প্রতিবাদের জন্য অন্যের জান মালের ক্ষতি সাধিত হবেনা এবং দেশের সম্পদ নষ্ট করে মূর্খের মত নিজেদের স্বত্বাকে বিশ্বের বুকে দূর্বল করে দেবনা। দেশ ও জাতির স্বার্থে আপনারা ও আমার সাথে একই পণ করুন। পরিশেষে আসুন আমরা যে যে প্লাটফর্মের মধ্যেই রাজনীতি করিনা কেন আমরা সবাই যেন হজরত ওমর (রাঃ)এর রাজনৈতিক আদর্শ অনুসরণ করে চলার জন্য প্রচেষ্টা চালাই। হজরত ওমর (রাঃ)এর হাজার ভাগের এক ভাগও যদি আমরা মেনে চলতে সমর্থ হই তাহলে দেখবেন দেশের কোন সমস্যাই থাকবেনা, সকল সমস্যার নিমিষেই সমাধান হয়ে গেছে – দেশের সর্বত্র শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে। --মোহাম্মদ ইমদাদ উল বশিার চৌধুরী -( ইমদাদ চৌধুরী )–- সফট্ওয়্যার এন্ড ওয়েব ডেভেলপার-- e-mail:- imdadchowdhury@gmail.com-- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,হবিগঞ্জ জেলা শাখা-- সাবেক পরিচালক–হবিগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি:-- সাবেক ছাত্রলীগ নেতা-হবিগঞ্জ জেলা শাখা-- সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি–বৃন্দাবন বিশ্ববিদ্যালয় কলেজ বাস্তবায়ন পরিষদ-- সিইও এন্ড চেয়ারম্যান–টোটাল ডিজিটাল ম্যানেজমেন্ট,টিডিএম –-মোবাইল +৮৮ ০১৭২১ ৩৫১৫৮৯,ইমেইল– info.tdmbd@gmail.com, টোটাল ডিজিটাল ম্যানেজমেন্ট,টিডিএম--আপনার ওয়েবসাইট, ব্লগসাইট, পিএসডি টু এইচটিএমএল এন্ড সিএসএস, ই-বিজনেসসাইট, ই-নিউজ, সফটওয়্যার, নেটওয়ার্কিং, হার্ডওয়্যার, ডাটাবেজ, মাল্টিমিডিয়া ইত্যাদির সল্যুইশন। www.imdadchowdhury.blogspot.com / www.tdmbd.blogspot.com ----------------------------------


Welcome to Total Digital Management-TDM. TDM is for Your Trusted IT Solutions. Contact with- Imdad Chowdhury CEO & Chairman,Total Digital Management-TDM, Bangladesh - Sylhet - Habiganj for Your Website, Blogsite, PSD to HTML & CSS, E-Commerce site, E-News, Web Application, Accounting Software, ERP, POS, Database & Networking Solutions.Cell. +88-01721-351589, +88-01197-294683, T&T:- +88-0831-62729, Fax:- +88-0831-63039 E-mail:- imdadchowdhury@gmail.com or tdmbd123@gmail.com, -----TDM.

  
   ARTICLE OF  IMDAD CHOWDHURY
  
         একটি সম্পূর্ণ সমাজ সেবামূলক সকল শ্রেণী-পেশার
         মানুষের কল্যাণের স্বার্থে   বিনা মূল্যে    তথ্য ও 
             সেবা প্রদানকারী ওয়েভসাইট। আপনি এ সাইট     
           ভিজিট করুন , অন্যকে ভিজিট  করতে 
            উৎসাহিত করুন এবং
         আপনার facebook, Tuiter ইত্যাদিতে
     www.imdadchowdhury.blogspot.com 
        সাইটটি  শেয়ার বা Link করে দিন।
    
         আপনি যে ভাষায় অভ্যস্ত 
       আপনার প্রয়োজনে 
       সে ভাষার অনুবাদ দেখতে পারেন।
          এর জন্য এই ওয়েভ সাইটটির 
       Language নামক Drop Down Menu হতে 
      আপনার পছন্দের Country টি Select করে দিন।
      দেখুন ঐ দেশের ভাষায়  পোষ্টগুলি 
               Translated হয়েছে।

           এই ওয়েভ সাইটটি ভিজিট করে
       আপনি পড়ুন এবং প্রয়োজনে ডাউনলোড করুন : - 

    -অর্থনৈতিক সম্ভাবনা মূলক তথ্য,
     কোন Policy Apply করে দেশের দারিদ্র 
     বিমোচন সম্ভব ইত্যাদি। 

   -রাজনীতি কি ও কেন?

   কেমন নেতাকে আমি নির্বাচনে 
    ভোট দিয়ে বিজয়ী করবো। 
    নেতা ও  নেতৃত্বের গুণাবলী।
    আদর্শবান নেতা ও দেশপ্রেম ।
    হযরত ওমর (রা:)এর
    রাজনৈতিক আদর্শ ইত্যাদি।

      -বর্তমান সরকারের 
     একটি সফল পদক্ষেপ একটি বাড়ী 
        একটি খামার, 
     এটি স্হাপনের বিভিন্ন পদ্ধতি।
      
     -কৃষিজ,ফলজ ও বনজ বৃক্ষ 

   রুপন এবং এর পরিচর্যা বিষয়ক তথ্য।

     - পোল্ট্রি, ডেইরী এবং ফিসারী

     এবং Prown বা গলদা চিংড়ি
      চাষ সম্পর্কিত তথ্য ইত্যাদি।

      - কম্পিউটার  এবং প্রযুক্তি 

     সম্পর্কিত বিভন্ন টিপস্ এবং বিভিন্ন
     উপকারী ভিডিও  টিউটোরিয়াল  সমূহ।

    - আপনার প্রয়োজনীয় বিভিন্ন

     সফটওয়্যার ফ্রি ডাউনলোডের

    সুবিধা সমূহ।

     - সমবায় 

      এবং সমবায়ের ইতিহাস
     তথা সমবায়ের মাধ্যমে বাংলাদেশের
    সমষ্টিক উন্নয়ন কতটা সহজতর ইত্যাদি।

        - লেখাপড়া সংক্রান্ত

        বিভিন্ন তথ্য, বিভিন্ন বিদেশী বই
        ফ্রি ডাউনলোড,
        দেশ ও বিদেশের বিভিন্ন বৃত্তির খবরাখবর।

         -যুগোপযোগী বিভিন্ন প্রশিক্ষণের তথ্য,

         ভ্রমণ কাহিনী ও  পর্যটন গাইড ,
        - হাসপাতাল ও ডাক্তার ইত্যাদি তথ্য।

             - আদর্শিক জীবন যাপন

                 ধর্মীয় মুল্যবোধ,
     ফ্রি ডাউনলোড বুখারী শরীফ,
    কুরআন শরীফ, বিভিন্ন ইসলামিক বই 
    তথা নৈতিক মূল্যবোধ জাগরনের
     সফল বই সমূহ।

     -মৌমাছি পালন ও মধু চাষ 

      তথা রোগের প্রতিরোধ  
      প্রতিকারে মধুর ভূমিকা ইত্যাদি। 

     -কবিতা, উপন্যাস, ছড়া
       
          - ছোট গল্প, ফিচার ইত্যাদি।

     -এছাড়া ও নাগরিক সমস্যা ও
                        তার সমাধান।

  
     -পোশাক শিল্প ও শ্রম আইন।   

             - চাকুরীর খবর ইত্যাদি
                তথ্যাদি জানার সাইট।


      মোহাম্মদ  ইমদাদ  উল বশির চৌধুরী

      সফটওয়্যার ও ওয়েভ  ডেভেলপার  এন্ড নেটওয়ার্ক এক্সপার্ট     
  
         
  মাইক্রোসফট সার্টিফাইড সল্যুইশন এ্যাসোসিয়েট (এম সি এস এ)
 মাইক্রোসফট সার্টিফাইড আইটি প্রোফেসনাল(এম সি আই টি পি)
   মাইক্রোসফট সার্টিফাইড টেকনোলজি স্পেশালিষ্ট (এম সি টি এস)
   মাইক্রোসফট সার্টিফাইড প্রোফেসনাল (এম সি পি)   
   পিজিডি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং,  
   পিজিডি ইন এ্যাপারেল মার্চেন্ডাইজিং, 
        
     বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ – হবিগঞ্জ জেলা শাখা
     সাবেক পরিচালক - হবিগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি:
         সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি -
      - বৃন্দাবন বিশ্ববিদ্যালয় কলেজ বাস্তবায়ন পরিষদ
        সাবেক ছাত্রলীগ নেতা - হবিগঞ্জ জেলা শাখা। 
     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন