নিয়ে রক্তে রঞ্জিত টকটকে লাল পতাকা ।
একুশ আসছে
কাপুরুষের ভয় ভাংগাতে
আর অলসের জড়তা সরাতে
নিপীড়িতের নির্যাতিতের আত্নপ্রত্যয়ের সংগ্রামেতে
কঠোর বিদ্রোহাত্নক মন গড়াতে।
নিরীহ মানুষের আহাজারিীর প্রতিবাদে
বলিষ্ঠ বজ্রস্বরে ।
একুশ আসছে
আশাহত ভাগ্যাহত বঞ্চিত
মানুষের
গান গাওয়াতে।
সালাম , জব্বার , রফিক আর শফিকের
সন্তান স্মরণে পুত্রহারা মায়েরে
আবার কাঁদাতে ।
হতাশাগ্রস্থ কোন এক যুবকেরে
তাঁর ইস্পিত লক্ষে পৌছে দেবার প্রেরণাতে ।
একুশ আসছে
বাংলা ভাষার যথার্থ ইতিহাস
অদ্যকার সন্তানেরে জানাতে।
একুশ আসছে
সকালে শিশির সিক্ত ঝলমলে উজ্জল প্রভা,
নিত্য গজানো ফুলের কলি আর পাপড়িতে ।
নববধূর জন্যে গাঢ় লাল জামদানী শাড়ী,
লিপিষ্টিক , স্নো, পাউডার ও জড়োয়া গহনায়
আর - প্রবাসী স্বামীর
বহু প্রতীক্ষায়ে আকাশ ছোঁয়া পত্রে ।
একুশ আসছে
শীতে সাইবেরিয়ার লাখো সুন্দর
অতিথি পাখির জড়ো হবার বাংলাদেশে ।
একুশ আসছে
কৃষকের ঘরে সোনার ফসলে
জেলের ঘরে ইলিশে ভাঁজায়
মায়ের দোয়ারে আপন সন্তানেতে,
এই বাংলার বুকে সোনার বেশে ।।
বীর মুক্তিযোদ্ধা ও ভাষা
সৈনিক -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন