0011

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
- জনতার উদ্দেশ্যে একটি বিশেষ বিজ্ঞপ্তি - আসসালামুআলাইকুম , - আমি অনেক সময় লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় , বিভিন্ন মানুষ কোথাও আমাকে পরিচিত করাতে আমাদের অনেক আত্নীয় স্বজন যারা বর্তমানে বড় ক্ষমতায় অধিষ্ঠিত তাদের পরিচয় টেনে আমাকে পরিচয় করানো হয় , যারা এমনটি করেন তাদের আমি একাধিকবার বলেছি সেটি আমি মোটেই পছন্দ করিনা , কারণ প্রথমত আমার নিজের পরিচয় ও আমার পিতা মাতার পরিচয়েই পরিচিত হতে চাই । কারণ কেউ কেউ হয়ত আছেন ওনারা জাতীয় ভাবে আজ সম্মানিত হয়েছেন তাদের সামনতা আমরা দেখি কিন্তু পেছন তা আমরা দেখি না , তাদের ব্যক্তিজীবন ব্যক্তিচরিত্র আমরা অনেকেই জানিনা । কিন্তু আমি নিশ্চিত মনে বলতে পারি আমাদের অনেক রিলেটিভদের মধ্যে আমি আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা , ভাষা সৈনিক ও জীবনভর আওয়ামীলীগের ত্যাগী নেতা মরহুম এ . আর . ইয়াকুত চৌধুরী ও আমার আম্মা সৈয়দা রাশিদা খাতুন ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ , বিনয়ী , ধার্মিক , পরোপকারী , দেশপ্রেমী এবং সদাসয় আত্নীয় সস্বজন তথা সকল মানুষের সুখে দু:খে অত্যন্ত আন্তরিক ও অনেক বড় মনের মানুষ ছিলেন উল্লেখীত এসকল গুণাবলীর কিঞ্চিৎ পরিমাণ ও বর্তমানে ক্ষমতাপ্রাপ্ত আমাদের অনেক আত্নীয়স্বজনদের নেই , যা ও কিছু দেখানো হয় তা সত্যিকার দেশপ্রেম থেকে নয় ৯০% লোক দেখানো এবং এটা আমি ব্যক্তিগত ভাবে ও তাদেরকে পরীক্ষা করেছি তাই নৈতিক ও আদর্শিক কারণে তাদের পরিচয় টেনে এনে আমার পরিচয় দিলে আমি অপমান বোধ করি । আমি ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ , আদর্শিক , নীতিবান এবং প্রকৃতই দেশ প্রেমিক এটির পরিচয় কোন দিন আপনাদের দোয়ায় ও মহান আল্লাহ পাকের রহমতে যদি ক্ষমতার চেয়ায়ে বসার সৌভাগ্য হয় ইনশাআলাহ সেদিন হযরত ওমর (রা:) এর রাজনৈতিক আদর্শকে অনুসরণ করেই রাজনীতি করব ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের সার্থকতা নিয়ে আসব । কোন অনাদর্শিক মানুষ আমার রক্তীয় সম্পর্কের হলে ও এবং তিনি অনেক উচুতলার হলে ও আমি তাকে নৈতিক ও আদর্শিক ভাবে আমার সমকক্ষ তাকে মনে করিনা । ভিন্নদিকে একজন কৃষক অথবা দিন মজুর ব্যক্তি ও যদি সৎ , আদর্শিক তথা সত্যিকার দেশপ্রেমিক হয় তাকে আমি সালাম জানাই হাজার বার । আমার সর্বশেষ ঘোষণা এদেশের সত্যিকার ভালো ও সৎ মানুষেরাই আমার আত্নীয় ও আপনজন । - ইমদাদ চৌধুরী -

111

--- IMDAD SOFTWARE --- is Your Trusted IT Partner.Your Website Development, Webpage Design, Blogsite, E-Commerce Site, CMS, Presentation, SEO, SEM, E-mail Marketing, Article Writing, Forum Posting, Traffic Increase, Logo Design, Graphics Banner Design, Flash Banner Design, Other Web Animation, Retouch Image, On Line News, Software Solutions for Online & Desktop Based, Business Software etc from - Mohammad Imdad Ul Bashir Chowdhury - Software & Web Developer - MCSA, MCITP, MCTS, MCP, IDB-BISEW-IT SCHOLARSHIP, PGD in CSE, Dip in Graphics Design, Dip in Computer Hardware, Dip in Accounting Software.Trained In :- Webpage Design & Web Applications Development , SEO, Multimedia, Outsourcing, A+, N+, RHCT, RHCE, CCNA, ICDL, Computer Fundamental Course, Basic and Trade Courses etc from respectively BCC, BASE Limited, NIIT, Ministry of ICT, NYDTC, Live Outsource Limited, Mera Foundation, Ministry of Spots & Youth , IVS etc. M.Com - Accounting, B.Com - Honours, LL.B from NU. Former - System Administrator of Dot Com Systems Limited - F. Haque Tower 9th Floor - Sonargaon Road (Near Anchor Tower)- Dhaka, Ex Sr. Executive - Scandinavia Software Limited - SHEBA Tower - 5th Floor Gulshan - 2, Dhaka. Ex IT Executive - Total Office Systems & Solutions Ltd. (TOSS) - Mohakhali - DOHS, Dhaka. At present - Chairman & CEO - Total Digital Management - TDM. Contact:- Imdad Chowdhury - Old Hospital Road - Habiganj. +88 01721 351589 E-mail:- imdadchowdhury@gmail.com ,www.imdadsoftware.blogspot.com or www.imdadchowdhury.blogspot.com ---



বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

Sign UP Payoneer Debid Master Card

After free Sign UP, You can start receiving payments from companies around the world. I use Payoneer for receiving my global payment , you can also use that .

--- Imdad Chowdhury --

 MCSA, MCITP, MCTS, MCP , E-Commerce Developer , Web Developer & SEO Specialist .

Click below : -

রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬

জনতার উদ্দেশ্যে ইমদাদ চৌধুরীর বিশেষ বিজ্ঞপ্তি

জনতার উদ্দেশ্যে আমার বিশেষ বিজ্ঞপ্তি
আসসালামুআলাইকুম , আমি অনেক সময় লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় , বিভিন্ন মানুষ কোথাও আমাকে পরিচিত করাতে আমাদের অনেক আত্নীয় স্বজন যারা বর্তমানে বড় ক্ষমতায় অধিষ্ঠিত তাদের পরিচয় টেনে আমাকে পরিচয় করানো হয় , যারা এমনটি করেন তাদের আমি একাধিকবার বলেছি সেটি আমি মোটেই পছন্দ করিনা , কারণ প্রথমত আমার নিজের পরিচয় ও আমার পিতা মাতার পরিচয়েই পরিচিত হতে চাই । কারণ কেউ কেউ হয়ত আছেন ওনারা জাতীয় ভাবে আজ সম্মানিত হয়েছেন তাদের সামনতা আমরা দেখি কিন্তু পেছন তা আমরা দেখি না , তাদের ব্যক্তিজীবন ব্যক্তিচরিত্র আমরা অনেকেই জানিনা । কিন্তু আমি নিশ্চিত মনে বলতে পারি আমাদের অনেক রিলেটিভদের মধ্যে আমি আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা , ভাষা সৈনিক ও জীবনভর আওয়ামীলীগের ত্যাগী নেতা মরহুম এ . আর . ইয়াকুত চৌধুরী ও আমার আম্মা সৈয়দা রাশিদা খাতুন ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ , বিনয়ী , ধার্মিক ,  পরোপকারী , দেশপ্রেমী এবং সদাসয় আত্নীয় সস্বজন তথা সকল মানুষের সুখে দু:খে অত্যন্ত আন্তরিক ও অনেক বড় মনের মানুষ ছিলেন  উল্লেখীত এসকল গুণাবলীর কিঞ্চিৎ পরিমাণ ও বর্তমানে ক্ষমতাপ্রাপ্ত আমাদের অনেক আত্নীয়স্বজনদের নেই , যা ও কিছু দেখানো হয় তা সত্যিকার দেশপ্রেম থেকে নয় ৯০% লোক দেখানো এবং এটা আমি ব্যক্তিগত ভাবে ও তাদেরকে পরীক্ষা করেছি  তাই নৈতিক ও আদর্শিক কারণে তাদের পরিচয় টেনে এনে আমার পরিচয় দিলে আমি অপমান বোধ করি ।  আমি ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ , আদর্শিক , নীতিবান এবং প্রকৃতই দেশ প্রেমিক এটির পরিচয় কোন দিন আপনাদের দোয়ায় ও মহান আল্লাহ পাকের রহমতে যদি ক্ষমতার চেয়ায়ে বসার সৌভাগ্য হয় ইনশাআলাহ সেদিন হযরত ওমর (রা:) এর রাজনৈতিক  আদর্শকে  অনুসরণ করেই রাজনীতি করব ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের সার্থকতা নিয়ে আসব ।
কোন অনাদর্শিক মানুষ আমার রক্তীয় সম্পর্কের হলে ও এবং তিনি অনেক উচুতলার হলে ও আমি তাকে নৈতিক ও আদর্শিক ভাবে আমার সমকক্ষ তাকে মনে করিনা । ভিন্নদিকে একজন কৃষক অথবা দিন মজুর ব্যক্তি ও যদি সৎ , আদর্শিক তথা সত্যিকার দেশপ্রেমিক হয় তাকে আমি সালাম জানাই হাজার বার ।
আমার সর্বশেষ ঘোষণা এদেশের সত্যিকার ভালো ও সৎ মানুষেরাই আমার আত্নীয় ও আপনজন ।

-ইমদাদ চৌধুরী -   

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

ইমদাদ চৌধুরীর কবিতা - শুভ নববর্ষ -


শুভ নববর্ষ
               Ads-Online Income
 ইমদাদ চৌধুরী 
(০৫-০৪-২০০০ ইং)

শুভ নববর্ষ ; তুমি
কখনো শান্ত, কখনো অশান্ত
কখনো তিমির রাত্রির ঘন অন্ধকার ।
কখনো বা রৌদ্রজ্জল আলো ।
শুভ নববর্ষ ; তুমি
কখনো বজ্রকন্ঠ ; আবার
কাল বৈশাখীর ভয়াবহ তান্ডব লীলা ।
কখনো কেয়ামত কখনো রক্ষা
কখনো ক্ষুধার্ত কখনো তৃষ্ণার্ত ।
শুভ নববর্ষ ; তুমি
কখনো সৃষ্টি , কখনো ধ্বংস
কখনো মায়াবী কখনো ললনা ।
কখনো হায়েনার দল
কখনো বা দারুণ স্বেচ্ছাসেবী ,
কখনো অতিরিক্ত ভোজনের দৃশ্য
কখনো বা পেটের ব্যারামে সবকিছু নি:স ।
কখনো নদীতে ভিন দেশী মাঝিরা
ভাটিয়ালী, ভাওয়াইয়্যা গানের সুর ধরে
ছুটে চলে নিশিতে ।
কখনো মারফতী  গানের টানে
মন যায় চলে উপর ওয়ালার ধারে ।
শুভ নববর্ষ ; তুমি
কখনো বাংলার মাঠে মাঠে ,
হাজারো মেলার লাখো বাহারের
জিনিসের সমাহার ।
ঘৌড় দৌর , হাডুডু , বলী খেলায়
লাখে লাখে প্রতিযোগির উচ্ছাসের কথা ।
কখনো শুভ নববর্ষ , তুমি
বৌদ্ধদের যুগল বাধনে
বহু কাঙ্খিত সময়ের ফল ।
শুভ নববর্ষ ; তুমি
কখনো চাষী , কামার , কুমারের
বহু শ্রম , সাধনা শেষে
সার্থক উপার্জনের দিন ।
কখনো বা এককালের জমিদারীর ,
সূর্য্য্াস্তের দিন ।
শুভ নববর্ষ ; তুমি
জাগরণ , উচ্ছাস , উম্মাদনা ,
তুমি কখনো
ইতিহাস , ঐতিহ্য , সংস্কৃতি ,
সাহিত্যিকের সাহিত্য ,
কবির কবিতা , যুগলের কোন
এক রোমাঞ্চকর ঘটনা ।
শুভ নববর্ষ ; তুমি
বড় বিচিত্র এ পৃথিবীতে
যুগে যুগে তোমার ধ্যানে
করিলে সময়েরে ব্যয়
তবু ও হইব ব্যর্থ
প্রকাশিতে তোমার

অকিঞ্চিৎকর রহস্যের দ্বার ।।।  

বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

ইমদাদ চৌধুরীর কবিতা - স্বাধীনতার ডাক



স্বাধীনতার ডাক
ইমদাদ চৌধুরী  (২৪-০৩-১৯৯৮) 

এসেছে বঙ্গবন্ধুর স্বাধীনতা যুদ্ধের ডাক
তৈরী হয়ে নাও মুক্তিকামী
বাংলা মায়ের সকল পাগল সন্তানেরা।
এসেছে ডাক জাতির জনকের স্বাধীনতা সংগ্রামের
যার যা আছে তাই নিয়েই
যেতে হবে যুদ্ধে ,
ভাঙ্গতে হবে মহড়া
পশ্চিমী হানাদারের ।
ছিনিয়ে আনতে হবে
বিজয়ের পতাকা ।
এসেছে পালা যুদ্ধে যাবার
যেখানে সাম্যবাদ মৈত্রীবাদ
থাকবেনা কোন সাম্প্রদায়ীকতা ।
এককন্ঠে স্বোচ্ছার , সবাই একাকার হয়ে
গুলা বারুদ যা আছে সবটুকু নিয়ে
যেতে হবে যুদ্ধে ।
আনতে হবে ফিরায়ে মা-বোনের অধিকার ।
ডাক পড়েছে মুক্তিযুদ্ধে যাবার
জয়ী হয়ে ফিরতেই হবে অঙ্গিকারে
মৃত বা জীবিতবস্থায়
প্রতীক্ষার প্রহর গণনার
প্রিয়সখীর কাছে ।
এসেছে জাতির পিতার স্বাধীনতা সংগ্রামের ডাক
পূর্ব বাংলার আবাল, যুবক, বৃদ্ধ বনিতা
ছুটছে সবাই নিজ উদ্যমে ।
তারা মরবে তো লড়বে
তবু রাখবে মান সোনার বাংলার ,
বিশ্বকূলে সোনার বাংলার
স্থান করে নিবেই
স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ।।


ইমদাদ চৌধুরীর পরিচয় : - 

এমসিএসএ , এমসিআইটিপি, এমসিটিএস, এমসিপি, আইডিবি-বিআইএসইডব্লিউ - আইটি স্কলারশীপ, পিজিডি ইন সিএসই, পিজিডি ইন এ্যাপারেল মার্চেন্ডাইজিং, এলএল.বি, এম.কম (হিসাব বিজ্ঞান), বি.কম (অনার্স)এবং বহু বিষয়ে দেশে বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত । সাবেক , ছাত্রলীগ নেতা সেন্ট্রাল ’ ল ’ কলেজ ঢাকা ,  সাবেক , ছাত্রলীগ নেতা - কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকা ,  সাবেক , ছাত্রলীগ নেতা , হবিগঞ্জ জেলা শাখা , সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা , হবিগঞ্জ জেলা শাখা , বৃন্দাবন কলেজের এক সময়ের ছাত্রলীগের সংঘঠক , এক সময়ের বৃন্দাবন বিশ্ববিদ্যালয় কলেজ বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক, এক সময়ের বাহুবল ছাত্র কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক, ছাত্র জীবনে রেডক্রিসেন্ট, স্কাউট এবং বিএনসিসি এর সাথে যুক্ত ছিলাম । এছাড়া ও বহু সামাজিক প্রতিষ্ঠানের ভাইটাল পোষ্টে অধিষ্ঠিত ছিলাম তথা বিভিন্ন পত্রিকায় রিপোর্টিং ও কলাম লেখার দায়িত্বে ছিলাম । সাবেক পরিচালক (২ টাইমস)- হবিগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড । ২০১৫ সালে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ আওয়ামীলীগের ডেমষ্ট্রেশন পোগ্রামে যোগ দিতে যেয়ে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে ওহাইও, মেরিল্যান্ড, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া সহ বিভিন্ন স্টেইট ভিজিট করি । সাবেক সিষ্টেম এ্রাডমিনিষ্টেটর - ডট কম সিষ্টেমস লিমিটেড - ঢাকা । পরিচালক - লতিফাবাদ বহুমুখী কৃষি খামার - ২ । বর্তমান পেশা - অনলাইন  আউট-সোর্সিং ।।  

 ইমদাদ চৌধুরীর  পিতার পরিচয় : -
পিতা  মরহুম এ . আর . ইয়াকুত চৌধুরী । বীর মুক্তিযোদ্ধা , ভাষা সৈনিক , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক মনেনীত তৎকালীন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির চেয়ারম্যান , মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার রজতজয়ন্তী পরিষদের তৎকালীন সাধারণ সম্পাদক , মুক্তিযুদ্ধ কালীন সময়ে সফল সংঘঠক ও তৎকালীন সর্বদলীয় সংগ্রাম পরিষদের কোষাধক্ষ , ছাত্র জীবন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত আওয়ামীলীগের ত্যাগী নেতা , বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ বাকশালের হবিগঞ্জ জেলার তৎকালীন সভাপতি , বিশিষ্ট সমবায়ী , সমাজ সেবক, অত্যন্ত সৎ ও নীতিবান তথা তৃণমূল মানুষের দুঃখ বুঝার সংগ্রামী নেতা ছিলেন তিনি ।।।

Earn $$$$

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

একুশ আসছে




- ইমদাদ চৌধুরী -

- ইমদাদ চৌধুরী -   (৩১ -০১-১৯৯৯ ইং)

নিয়ে রক্তে রঞ্জিত টকটকে লাল পতাকা ।
একুশ আসছে 
কাপুরুষের ভয় ভাংগাতে 
আর অলসের জড়তা সরাতে 
একুশ আসছে
অধিকার আদয়ে দূর্বলেরে সাহস যোগাতে ।
নিপীড়িতের নির্যাতিতের আত্নপ্রত্যয়ের সংগ্রামেতে
কঠোর বিদ্রোহাত্নক মন গড়াতে।
নিরীহ মানুষের আহাজারিীর প্রতিবাদে
বলিষ্ঠ বজ্রস্বরে ।
একুশ আসছে 
আশাহত ভাগ্যাহত বঞ্চিত  মানুষের 
গান গাওয়াতে।
সালাম , জব্বার , রফিক আর শফিকের 
সন্তান স্মরণে পুত্রহারা মায়েরে 
আবার কাঁদাতে ।
হতাশাগ্রস্থ কোন এক যুবকেরে 
তাঁর ইস্পিত লক্ষে পৌছে দেবার প্রেরণাতে ।
 একুশ আসছে 
বাংলা ভাষার যথার্থ  ইতিহাস 
অদ্যকার সন্তানেরে জানাতে।
একুশ আসছে 
সকালে শিশির সিক্ত ঝলমলে উজ্জল প্রভা,
নিত্য গজানো ফুলের কলি আর পাপড়িতে ।
নববধূর জন্যে গাঢ় লাল জামদানী শাড়ী,
লিপিষ্টিক , স্নো, পাউডার ও জড়োয়া গহনায়
আর - প্রবাসী স্বামীর 
বহু প্রতীক্ষায়ে আকাশ ছোঁয়া পত্রে ।
একুশ আসছে 
শীতে সাইবেরিয়ার লাখো সুন্দর 
অতিথি পাখির জড়ো হবার বাংলাদেশে ।
একুশ আসছে 
কৃষকের ঘরে সোনার ফসলে 
জেলের ঘরে ইলিশে ভাঁজায়
মায়ের দোয়ারে আপন সন্তানেতে,
এই বাংলার বুকে সোনার বেশে ।।

বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক -

বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

আমাদের প্রাণের সাবেক প্রয়াত অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব

                       - ইমদাদ চৌধুরী-
 
Shah A.M.S. Kibria Shaheb


সাবেক অর্থমন্ত্রী শাহ. এ. এম. এস. কিবরিয়া  সাহেব : পূর্ণনাম শাহ আবু মোহাম্মদ শামসুল কিবরিয়া। (১৯৩১ থেকে ২০০৫সফল অর্থনীতিবিদ, কূটনীতিক, জাতীয় রাজনীতিক। জন্ম ১৯৩১ সালের মে হবিগঞ্জে । তাঁর পিতা শাহ ইমতিয়াজ আলী ছিলেন সিলেট অঞ্চলে প্রাথমিক শিক্ষা প্রসারের অন্যতম উদ্যোক্তা।  কিবরিয়া সাহেব মৌলভী বাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৪৭ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে সিলেট মুরারীচাঁদ কলেজ থেকে আইএ পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  তিনি অর্থনীতি বিষয়ে ১৯৫২ সালে বি. (অনার্স) এবং ১৯৫৩ সালে এম. ডিগ্রি লাভ করেন। তিনি  ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে  ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যোগ দেন এবং দেড় মাস কারাবরণ করেন।

শাহ .এম.এস. কিবরিয়া  সাহেব ১৯৫৪ সালে পাকিস্তান সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে পররাষ্ট্র সার্ভিসে যোগ দেন। কূটনৈতিক দায়িত্ব পালনের জন্য তিনি বোস্টনে ফ্লেচার স্কুল অব অ্যান্ড ডিপ্লোম্যাসি লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্র  অফিস থেকে প্রশিক্ষণ  গ্রহণ করেন এবং প্যারিসে ফরাসী ভাষা শিক্ষার কোর্স সম্পন্ন করেন। শাহ কিবরিয়া সাহেব, ১৯৫৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান কূটনৈতিক মিশনের সদস্য হিসেবে কলকাতা, কায়রো, জাতিসংঘ মিশন, নিউইয়র্ক, তেহরান এবং জাকার্তায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রনালয়ে এবং ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে কর্মরত ছিলেন। আমাদের কিবরিয়া সাহেব, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের আগস্ট ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাস ত্যাগ করে মুজিবনগর সরকারের  প্রতি আনুগত্য প্রকাশ করেন। এছাড়াও তিনি ওয়াশিংটনে বাংলাদেশ মিশন সংগঠনে  সক্রিয় ভূমিকা রাখেন এবং বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে কাজ করে যা

রবিবার, ৬ অক্টোবর, ২০১৩

নবীগনজ্ - বাহুবল বাসীকে - ইমদাদ চৌধুরীর - পবিত্র ঈদ-উল - আযহার ঈদ-মোবারক ও শুভেচ্ছা --

Imdad Chowdhury - +88 01721 351589
  পবিত্র ঈদ-উল - আযহা উপলক্ষে -----
---নবীগনজ্ - বাহুবল বাসীকে ---
--- জানাই আন্তরিক ঈদ মোবারক ও শুভেচ্ছা।
-------- ইমদাদ চৌধুরী - 
মাইক্রোসফট সার্টিফাইড সলিউশনস এসোসিয়েট

মো :- +৮৮ ০১৭২১ ৩৫১৫৮৯
ইমেইল :- imdadchowdhury@gmailcom